Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে অসুস্থ নাজমা ও মায়ের পাশে দাড়ালেন ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অসুস্থ নাজমা এবং তার মা দিলারা খাতুনের হাতে নগদ অর্থ তুলে দিয়ে সাহায্যের হাত বাড়ালেন পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মুদ্দত আলী। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে নাজমা খাতুন-এর ভাড়া বাসায় উপস্থিত হয়ে তিনি নগদ অর্থ তুলে দিয়ে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী নাজমা খাতুন-এর মা দিলারা খাতুনের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার খোঁজখবর নেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ নূরুল ইসলাম মনি, মনিরুল ইসলাম শামিম ও মনিরুজ্জামান তালুকদার।
ব্যক্ত থাকা আবশ্যক যে, বাহুবল উপজেলা সদরস্থ কিশলয় জুনিয়র হাই স্কুল (কিন্ডারগার্টেন)-এর ৩ হাজার ৯০০ টাকা বেতনভোগী ‘আয়া’ স্বামী পরিত্যক্তা নাজমা খাতুন দীর্ঘদিন ধরে পিত্তথলিতে পথরজনিত সমস্যায় ভোগছে। ভূমিহীন এ নারী তার মা প্যারালাইসিস রোগী দিলারা খাতুন ও ৯ম শ্রেণিতে পড়ুয়া একমাত্র কন্যা আখি আক্তারের ভরণ-পোষণ চালিয়ে নিজের অপারেশনের অর্থ জোগাড় করতে পারছিল না। তার এ দূরবস্থার উপর স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনগুলো ইউপি চেয়ারম্যান মুদ্দত আলীর দৃষ্টিগোচর হয়। অসহায় এ পরিবারটিকে সাহায্য পাঠাতে যোগাযোগ করুন ০১৭৪২৮৪৯০৩২ (বিকাশ)।