Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে শাহিন আহমদের মনোনয়নপত্র বাতিল আদেশ আপীলেও বহাল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ এর মনোনয়ন বাতিল আদেশ আপীল বিভাগেও বহাল রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইকালে স্বাক্ষর নিয়ে জটিলতা থাকায় এবং প্রার্থী উপস্থিত হয়ে স্বাক্ষর প্রমাণ করতে না পারায় মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম।
এ আদেশের বিরুদ্ধে বিভাগীয় কমিশনার কার্যালয়ে শাহীন আহমেদের পক্ষে আপীল করা হয়। গতকাল ছিল আপীলের বিরুদ্ধে শুনানী। বিভাগীয় কমিশনার কার্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এর কার্যালয়ে শুনানী অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ হাজির না হওয়ায় তার স্বাক্ষর সঠিক কি-না প্রমাণিত হয়নি। ফলে হবিগঞ্জে যাচাই বাছাই কালে শাহীন আহমেদের মনোনয়পত্র বাতিল আদেশ বহাল রাখা হয়।
সূত্র মতে, চেয়ারম্যান প্রার্থী শাহিন আহমদের বিরুদ্ধে একটি জালিয়াতি মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ফলে আপীল শুনানীকালে তিনি স্বশরীরে হাজির হয়ে স্বাক্ষর প্রমাণ করতে পারেন নি।
শাহীন আহমেদের নিয়োজিত কৌশলী উক্ত আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপীল করবেন বলে জানান।
উল্লেখ্য, তফসীল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর।