Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তানগর রবিদাস পাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে প্রকৌশলী লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাঁহ সড়কের রবিদাশ পাড়া এলাকায় অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পিডিবির সহকারি প্রকৌশলী রকিবুল ইসলাম লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। শুধু তাই নয় দীর্ঘক্ষণ তাকে অবরুদ্ধ করে টানাহেচড়ার কারণে তার জামা কাপড় প্রায় ছিড়ে যায়। খবর পেয়ে সদর থানার এসআই সুকুমল ও হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার রঞ্জু রবিদাস অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে ওয়ার্কশপ, গাড়ির গ্যারেজ, বাসা, দোকানসহ বিভিন্ন স্থানে ব্যবহার করে আসছেন। ইতোমধ্যেও বিদ্যুত উন্নয়ন বোর্ড অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে মোটা অংকের টাকা জরিমানা করে। এর কিছুদিন পরেই অসাধু পিডিবির কর্মচারীদের ম্যানেজ করে অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে ব্যবহার করে আসছে। বিষয়টি স্থানীয়রা নির্বাহী প্রকৌশলীকে জানালে তার নির্দেশে গতকাল বুধবার দুপুরে রকিবুল হাসানসহ কর্মকর্তারা অভিযানে যান রঞ্জু দাসের দোকানে। সেখানে গিয়ে সংযোগ বিচ্ছিন্নের চেষ্টা করে। এক পর্যায়ে তার ভাই মনো রবি দাসসহ একদল লোক রবিউলকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়রা আরও জানান, ওই এলাকায় তারা অবৈধ বিদ্যুত ব্যবহার করছে। রঞ্জু ও মনো সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা করছে। এ বিষয়ে রকিবুল হাসান জানান, অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় উল্লেখিতদের বিরুদ্ধে সিলেটে বিভাগীয় মামলা করা হয়েছে।