Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে পলি হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার মুরাদ আলী

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের চাঞ্চল্যকর পলি হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী। গতকাল (২১ সেপ্টেম্বর) বুধবার সন্ধায় চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের গজারিপাড় নিহত পলির বাড়ি ও বসতঘরে পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সার্কেল এএসপি মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ও মামলার বাদী নিহত পলি আক্তারের বোন জলি আক্তার। এসপি মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
উল্লেখ্য-গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে ভাসুর পুত্ররা পলি আক্তার কে কুপিয়ে ও জবাই করে নিঃসংশ ভাবে হত্যা করে।ঘটনার পর শামীম নামে এক খুনি কে আটক করে পুলিশ। আটক শামীম ঘটনার দায় স্বীকার করে হবিগঞ্জ কোর্টে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করে নিহত পলির বোন জলি আক্তার।