Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সরকারি জায়গা উদ্ধার করলেন ইউএনও

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৌর শহর বাজারে ঢুকার মুখে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে অভিযানে দুটি টিনসেটসহ ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রমজান আলী জানান, অভিযানে দুটি টিনসেট স্থাপনা, ফলের দোকান, ভ্যারাইটিজ স্টোর, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের প্রায় ১০টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, পৌরসভার কাউন্সিলর পিন্টু পাঠান, শেখ জহির ও মাধবপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।