Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের বিভিন্ন স্থানে জুয়ার আসর ॥ চুরি ছিনতাই বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ও তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জমে উঠেছে জুয়ার আসর। প্রতিদিন বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত এসব আসরে লাখ লাখ টাকার খেলা চলে।
ইতোমধ্যে ডিবির ওসি সফিকুল ইসলাম যোগদানের পর থেকেই মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। প্রায়ই জুয়াড়িদেরকে আটক করে কোর্টে সোপর্দ করেন। ফলে কিছুদিন বন্ধ থাকে। আবার আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় তারা এসবে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, মাছুলিয়া ব্রিজের পূর্ব পাড় নদীর বাধে বইরা বাড়ি নামকস্থানে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ওয়ানটেনের বোর্ড বসিয়ে লাখ লাখ টাকার খেলা চলে। বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এসে এসব স্থানে ভিড় করে। এসবের কারণে একদিকে চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে যুব সমাজ বিপথে যাচ্ছে।
এ বিষয়ে ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই এসবের বিরুদ্ধে অভিযান চলে। ইতোমধ্যে লাখাই, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, মাধবপুরসহ বিভিন্নস্থান থেকে অর্ধশতাধিক জুয়াড়ি আটক করেছি। এদের বিরুদ্ধে অভিযান চলবে।