Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে দুই স’মিল মালিককে জরিমানা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সরকারি আইন ভঙ্গ করে রাস্তার উপর গাছ ফেলে মানুষ ও যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে দুই স’মিল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার সাতকাপন ইউনিয়নের চলিতাতলা এলাকায় স্থাপিত দুটি স’মিলকে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট। অভিযানকালে মিরপুর-আউশকান্দি সড়কস্থ উপজেলার চলিতাতলা এলাকায় স্থাপিত চৌধুরী স’মিল ও লাল মিয়ার স’মিল নামের দুইটি করাতকলের মালিককে ১৫ হাজার করে মোট ৩০ হাজার জরিমানা করা হয়।
এসিল্যান্ড রুহুল আমীন বলেন, উপজেলার চলিতাতলায় অভিযান পরিচালনা করে দুই স’মিলকে ৩০ হাজার টাকা জরিমানাসহ একই এলাকায় জালালাবাদ গ্যাস ফিল্ডের ফেলে রাখা গ্যাস পাইপ অতি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুল মজিদ শেখ নামের একটি আইডি থেকে রাস্তায় “গাছ ফেলে জনচলাচলে দূর্ভোগ” শিরোনামে একটি পোস্ট করার পরপরই এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।