Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকার অভিযোগে আরিফ উল্লা নামের এক দোকান মালিককে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও আশরাফুল ভেরাইটিজ স্টোর নামের অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২হাজার টাকার জরিমানা করা হয়।
গতকাল সোমবার দুপুরে উপজেলার পুটিজুরী বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা’র নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে আরিফ উল্লার মালিকানাধীন দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকার অভিযোগে ১০হাজার ও আশরাফুল ভেরাইটিজ স্টোরে মূল্য তালিকা না থাকার অভিযোগে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও মহুয়া শারমিন ফাতেমা বলেন, মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকার অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংক্ষরণ আইনে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান কালে বিভিন্ন প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স তদারকি করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।