Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সার ও জ্বালানী তেলের দাম কমানোর দাবীতে হবিগঞ্জে কৃষক সংগঠনের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ সার ও জ্বালানী তেলের দাম কমাও, কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও স্লোগানকে সামনে রেখে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হবিগঞ্জ জেলার উদ্যোগে আর.ডি. হল প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হবিগঞ্জ জেলার সংগঠক জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন দুলাল, কৃষক নেতা আরব আলী, গনি মিয়া ওয়াসিম উদ্দিন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার নেতা শংকর শূক্লবৈদ্য, শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতা সামসুর রহমান প্রমূখ।
সমাবেশে কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন দুলাল বলেন এবার সর্বগ্রাসি বন্যায় এমনিতেই হাওর অঞ্চলের কৃষকরা সর্বশান্ত। এ অবস্থায় সরকারের দায়িত্ব কৃষকদেরকে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক ও সেচের সুবিধা প্রদান করা। সরকার তা না করে মরার উপর খাড়ার ঘা হিসেবে সার ও জ্বালানী তেলের দাম অযৌক্তিক ভাবে বাড়িয়েছে। জ্বালানী তেলের দাম আন্তর্জাতিক বাজারে ক্রম হ্রাসমান। সরকার লোক দেখানো কিছুটা কমিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। তাই অবিলম্বে সার ও জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানাই।