Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার অশোভন আচরণ ॥ কাজ বন্ধ করেছেন ঠিকাদাররা

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা সফিকুল ইসলামের অশোভন আচরণের কারণে ১ সপ্তাহ ধরে ঠিকাদাররা কাজ বন্ধ রেখেছেন। এতে একদিকে যেমন উত্তেজনা বিরাজ করছে, অন্যদিকে কাজ বন্ধ থাকার কারণে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে এখনও কোনো সমাধান হয়নি।
জানা যায়, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুত সমিতির এজিএম ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের বিভিন্ন দুর্নীতি ও অশোভন আচরণের কারনে ২৯ আগস্ট থেকে পল্লী বিদ্যুত সমিতির সকল ঠিকাদাররা কাজ বন্ধ রেখেছেন। ৮ দিন অতিবাহিত হবার পরও বিষয়টি নিয়ে কোনো সুরাহা না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। পাশাপাশি সরকার কয়েক লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। অনেক গ্রাহকদের লাইনের অনুমতি হয়েছে তবুও ঠিকাদাররা কাজ বন্ধ রাখার কারণে বিদ্যুত ব্যবহার করতে পারছেন না। অন্যদিকে ঝড় তুফানে ট্রান্সফরমার বিকল হয়েছে কিন্তু মেরামত হচ্ছে না। এনিয়ে গ্রাহকরা টানাপোড়নে পড়েছেন। যে কোনো সময় ঠিকাদার ও সফিকুল ইসলামের লোকদের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবে কয়েকজন ঠিকাদার জানান, অবিলম্বে সফিকুল ইসলামকে প্রত্যাহার করতে হবে। না হলে সমাধান হবে না। পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোতাহের হোসেন জানান, বিষয়টি আমি সমাধানের চেষ্টা চালাচ্ছি। সমিতির সভাপতি ফরিদ আহমেদসহ অন্যদের সাথে কথা বলেছি। তবে বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করবো। সমাধান না হলে অন্য ব্যবস্থা নেয়া হবে।