Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শোকাবহ আগস্টে খোয়াই থিয়েটারের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খোয়াই থিয়েটারের উদ্যোগে ‘উচ্চারণগুলি শোকের’ শীর্ষক এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় খোয়াই স্টুডিও থিয়েটার কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কবিতা, দেশাত্ববোধক গান এবং বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সাজানো হয়। খোয়াই থিয়েটার সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু এর সভাপতিত্বে এবং প্রভাষক সুকান্ত গোপ এর সঞ্চালনায় স্মরণ সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের স্মরণে ১ মিনিট দাড়িঁয়ে নিরবতা পালন করা হয়। এরপর স্মরণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন খোয়াই থিয়েটারের সহ সভাপতি ও নাট্যকার সিদ্দিকী হারুন, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক তানসেন আমীন। এতে আলোচনায় অংশগ্রহন খোয়াই থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবেশ কর্মী তোফাজ্জল সোহেল, কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আবীর আব্দুল্লাহ আবীর, কথাসাহিত্যিক আসমা খানম হ্যাপী প্রমুখ। স্মরণ সভায় বক্তাগন বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও বৈচিত্র্যময় কর্ম নিয়ে আলোচনা করেন। সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে রচিতা কবিতা পাঠ করেন খোয়াই থিয়েটারের শিশু সংগঠন সুন্দরমের শিশু শিল্পী সন্ধি, দেশাত্মবোধক গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী রুমন, সৈয়দ কাউসার, সন্ধি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাট্যকর্মী আবদুল হামিদ, জুবায়েদ হোসেন, রাজন দাশ, লাভলু দাশ, ফরহাদ চৌধুরী, নিহারীন চৌধুরী, সাকী প্রমুখ।