Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মারামারি মামলায় লিটন করাগারে আদালত প্রাঙ্গণে বাদী পক্ষের এক নারীর উপর হামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে বিবাদী পক্ষের হামলায় এক নারী মারধরের শিকার হয়েছেন। আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে। হামলার শিকার ওই নারীর নাম জাহিরা আক্তার জেবু (৩০)। তিনি নবীগঞ্জ উপজেলার বাগাউড়া এলাকার নানু মিয়ার মেয়ে।
আহত জেবু জানায়, একই এলাকার ওয়াহিদ উল্ল্যার ছেলে লিটন মিয়া গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে জেবুর। সম্প্রতি লিটন ও ফরহাদ গংদের হামলায় তার ভাই জাবেদ মিয়া গুরুত্বর আহন হন। এ ঘটনায় জাবেদ বাদি হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গতকাল রবিবার দুপুরে লিটন মিয়া আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু বিচারক লিটনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে লিটনের লোকজন একই মামলার জামিনপ্রাপ্ত আসামী ছায়েদ মিয়া, ফরহাদ মিয়া ও শিফন বেগম বাদির বোন জেবুকে আদালত প্রাঙ্গণে হামলা করে গুরুতর জখম করে।
এ বিষয়ে বাদি  পক্ষের আইনজীবী এডভোকেট লিলটু দাস জানান, জিআর ৭০/২২ নবীগঞ্জ, আদালতে তাদের করা এক মামলায় বিবাদী পক্ষের লিটন নামের এক জনের জামিন নামঞ্জুর করে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিলে ক্ষুব্ধ হয়ে বাদির বোনের উপর আদালত প্রাঙ্গণে হামলা করে লিটনের লোকজন। আমরা এবিষয়ে আইনগত ব্যবস্থা নিব।