Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রিচি থেকে গরু চুরি করে সিএনজি যোগে পাচারকালে বামকান্দি গ্রামের ২ চোর শ্রীমঙ্গলে আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিক্সা দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরাই গরুসহ দুজনকে আটক ও সিএনজি অটোরিক্সা জব্দ করেছে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ। আটককৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো: বিল্লাল মিয়া (৪৫), একই গ্রামের চুনু মিয়ার ছেলে মোরশেদ মিয়া (৩০)। ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে সাতগাঁও চা ফ্যাক্টরির সামনে মঙ্গলবার রাত ৪:১০ টার দিকে শ্রীমঙ্গলমুখি নীল রঙের একটি সিএনজি অটোরিক্সা দ্রুতগতিতে যাওয়ার সময় সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ গতিরোধ করার জন্য হাত তোলে সিগনাল দেয়। পুলিশ সিগনাল দিলে সিএনজি অটোরিক্সাটি দ্রুত উল্টো দিকে ঘুরিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশর গাড়ির পিছনে ধাওয়া করলে চোর ও তার সহযোগী চালককে পুলিশ আটক করে গরুসহ সিএনজি অটোরিক্সা উদ্ধার করে সাতগাঁও হাইওয়ে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত সিএনজি অটোরিক্সার নাম্বার হবিগঞ্জ-থ ১১-৭০১১। জানতে চাইলে সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম বলেন, রাতে সাতগাঁও চা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন তারা। সিএনজি অটোরিক্সা দ্রুতগতিতে চলতে দেখে সন্দেহ হলে থামানোর জন্য সিগন্যাল দেয়া হয়। কারটি সেখানে না থামিয়ে উল্টো ঘুরিয়ে পালিয়ে যাওয়ার সময় চোর ও চালককে আটক করে সিএনজি অটোরিক্সাসহ গরুটি উদ্ধার করে সাতগাঁও হাইওয়ে থানায় নিয়ে আসি। গাড়িটিকে জব্দ দেখানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে। উদ্ধারকৃত গরুর প্রকৃত মালিক পাওয়া গেলে গরুটি তাদের দিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মধ্যরাতে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের লাখাই সড়কের পাশে বসবাসরত মরহুম হাজী মর্তুজ আলীর ছেলে লোকমান মিয়ার একটি গরু চুরি হয়। শ্রীমঙ্গলের সাতগাওয়ে পুলিশের হাতে আটক চোরাই গরুটি লোকমান মিয়ার বলে জানা গেছে।