Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় দেড় লক্ষ টাকা জরিমান

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন পরিবহন ও বিক্রয় করায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সে চৌমুহনী ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার কমলনগর গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে এবং বিএনপি চৌমুহনী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক।
শনিবার বিকেলে মাধবপুর উপজেলার কমলনগর নামক জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি আদেশ প্রতিপালন না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মইনুল ইসলাম মইন এর নেতৃত্বে একটি মোবাইল কোর্টে ওই ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬, ১৮৮ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন জানান বালি ও মাটি দস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।