Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আধুনিক সদর হাসপাতালের সামনে রাস্তা দখল করে অবৈধ পার্কিং ইটবালুর ব্যবসা করায় ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোটার্র ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনে অবৈধ ভাবে রাস্তা দখল করে বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন এ্যাম্বুলেন্স পার্কিং এবং ইটবালুর সহ বিভিন্ন ব্যবসায় করছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। গতকাল রবিবার (২১ আগস্ট) বিকাল ৩ টার দিকে আধুনিক সদর হাসপাতালের সামনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এবং এনডিসি শাহ জহুরুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন ও এতে সহযোগিতা করেন সদর থানার একদল পুলিশ। হাসপাতালের সামনে অবৈধ ভাবে রাস্তা দখল করে বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন এ্যাম্বুলেন্স পার্কিং করায় দুটি এ্যাম্বুলেন্স এর চালককে ৩ হাজার করে ৬ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং পরবর্তিতে এখানে পার্কিং না করার জন্য কঠোর ভাবে নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। ইটবালুর সহ বিভিন্ন ব্যবসায় সংশ্লিষ্ঠ ব্যক্তিদের খুজে না পেয়ে তাদের সব মালামাল জব্দ করা হয়। পরবর্তিতে জব্দকৃত মালামাল হবিগঞ্জ পৌরসভার মাধ্যমে নিলামে বিক্রয় করা হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান বলেন, সদর হাসপাতালের সামনে রাস্তা দখল করে অবৈধ পার্কিং ইটবাল সহ বিভিন্ন ব্যবসায় করা হচ্ছে এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতে এ অভিযান করা হয়েছে।
এনডিসি শাহ জহুরুল ইসলাম বলেন, জনস্বার্থে সদর হাসপাতালের সামনের রাস্তা দখল মুক্ত করতে আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।