Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দূর্বত্তদের হামলায় একই পরিবারের ৫ জন আহত ৩ জনকে সিলেটে প্রেরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দূর্বত্তদের হামলায় একই পরিবারের ৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকী আহতের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানাযায় উল্লেখিত গ্রামের লিটন দাশের বাড়ীতে পরিকল্পিত ভাবে শুক্রবার সকালে দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে একদল দূর্বৃত্তরা হামলা চালায়। এতে তার পরিবারের ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখমী করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত লিটন দাশ (৪০), তার স্ত্রী সুমায়া রানী দাশ (৩৫), রতন দাশের স্ত্রী শিখা রানী দাশ (৩০)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত রতন দাশ ও তার মাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত সূত্রে জানাযায়, উপজেলার বেগমপুর গ্রামের ছমির উল্লার পুত্র মঈন উদ্দিনের নেতৃত্বে তার বাগনা সাজু, রাজু তাদের বাবা গুল মিয়া তার স্ত্রী আছমা বেগমসহ পূর্ব শত্রুতার জের ধরে ১৫/২০ জন অস্ত্রধারী লাটিয়াল বাহিনী লিটন দাশের ঘর-বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে তাদের।
এসময় আর্তচিৎকারে গ্রামবাসী এসে তাদের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার পরিবারের লোকজন নবীগঞ্জ থানায় ৬জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। নবীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম হামলার সত্যতার স্বীকার করে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানান।