Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২৫ আগস্ট হরতালের সমর্থনে হবিগঞ্জে বামদলের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ জ্বালানি তেল-ইউরিয়া সার-ঔষধ-গণপরিবহনের ভাড়া সহ নিত্যপণ্যের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবিতে বামজোটের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে বামদলগুলোর বিক্ষোভ কর্মসূচী স্থানীয় আরডি হল এর সম্মুখে অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারন সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম, গনতান্ত্রিক আইনজীবি সমিতির কেন্দ্রীয় নেতা এড. মুরলীধর দাস, জেলা সিপিবি নেতা আজিজুর রহমান কাউসার, আতাউর রহমান মিলন ও শ্রমিক নেতা সামছুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বাসদ সমন্বয়ক এড. জুনায়েদ আহমদ, হুমায়ুন খান, সিপিবি নেতা জন্টু সরকার, অবিনাশ সরকার, প্রভাষক মৃদুল কান্তি রায়, রঞ্জন রায়, কাজল চক্রবর্তী, মোঃ সেলিম মিয়া, মোঃ আবু বকর, ইসমাইল হোসেন মিন্টু ও এনামুল হক।
সভায় বক্তাগন বলেন দেশের মানুষ শান্তিতে নেই, স্বস্থিতে নেই, বিশেষ করে শ্রমজীবি গরিব মানুষ চরম বিপদে। আয়ের সাথে ব্যায় কোন অবস্থাতেই মিলাতে পারছেনা অথচ সরকার এবং সরকারের মন্ত্রী এমপিরা ক্রমাগত মানুষের দুর্ভোগ নিয়ে উপহাস করে যাচ্ছে। তাই সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আনতে বাধ্য করতে হবে। এজন্য সকল শ্রেণী পেশার মানুষকে স্বতস্ফূর্তভাবে বামজোটের আধাবেলা হরতালকে সফল করতে হবে। জনগনের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে চলমান দুঃশাসন হঠাতে। সভায় চা-শ্রমিকদের ন্যায্য দাবী মানাতে সরকার এবং মালিকপক্ষ ভুমিকা না রাখলে এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে, তাই কালবিলম্ব না করে আন্দোলনরত চা-শ্রমিকদের দাবী মেনে নেওয়ার আহবান জানান।