Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মন্দির নিয়ে বিরোধ পূজাসহ বিভিন্ন অনুষ্ঠানে বাঁধা প্রদান ইউএনও বরাবর লিখিত অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে মন্দির নিয়ে একটি চক্র পূজাসহ বিভিন্ন অনুষ্ঠানে বাধা প্রদান করে আসছে। গতকাল বুধবারে গ্রামবাসীর পক্ষে পাঞ্জারাই গ্রামের মৃত গোবিন্দ শব্দ করের পুত্র উমেশ শব্দ কর ১১ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্র জানাযায়, পাঞ্জারাই গ্রামের শ্রী শ্রী দুর্গা মন্দির ও নাট মন্দির নির্মাণে বিশেষ ভূমিকা পালন করেন প্রয়াত মেজর অবঃ সুরঞ্জন দাশ ও তার ভাতিজা হিরন দাশ ও মিহির দাশ। গ্রামবাসী খুশি হয়ে হিরণ দাশকে মন্দিরের আজীবন প্রধান উপদেষ্টার পদ দিয়ে সম্মাননিত করেন। তাদের অর্থয়ানে ২৮ হাত লম্বা আরেকটি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। মন্দিরের যাবতীয় উন্নয়ন কাজের বাহিরের অনুদান সংগ্রহ করেন পাঞ্জারাই গ্রামের শিক্ষক হরিপদ দাশ। পাঞ্জারাই গ্রামে প্রায় ১০০-১৫০ হিন্দু পরিবারের বসবাস। যুগ যুগ ধরে ধর্মপ্রান হিন্দু লোকজন মিলে মিশে সরকারী আচরণ বিধি মেনে বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করে আসছেন। কখনও কোন বিষয় নিয়ে তাদের মধ্যে মত বিরোধ বা বিশৃংখলা হয়নি। ২০১৬ সাল থেকে শ্রী শ্রী দূর্গা পূজা সহ সকল পূজা একত্রে সুন্দর ভাবে পালন করে আসছিলেন। কিন্তু রঘু রায়, পংকজ ভট্টাচার্য্য, দিবাকর দাশ দিলু, সুখময় দাশগংরা সেটা মেনে নিতে পারে নাই। মন্দিরে পূজা অনুষ্ঠানে রঘু রায়গংরা বিভিন্ন ভাবে বাধা প্রদান করে। পূজায় জড়িত নমসুদ্র সমাজের লোকজন যাতে পূজায় না আসতে পারে রঘু রায় গংরা তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়া বাধা প্রদান করে আসছে। ১৯ আগস্ট শ্রীকৃষ্ণ জন্মষ্টমী পালনে বাধা প্রদান করবে বলে লোকমুখে প্রচার করে আসছে। বাধা প্রদানের ঘটনায় বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন।