Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে মানবপাচারের অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মানবপাচারের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার ওসমানপুর গ্রামের নিশু মিয়া বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলা করেন। মামলার আসামিরা হল, শহরের মাহমুদাবাদ শাহজালাল মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা বিল্লাল মোল্লার পুত্র ২নং পুল এলাকার ট্রাভেলস ব্যবসায়ী এস কে সুমন ও তার সহযোগী শায়েস্তাগঞ্জ রেল কলোনী এলাকার আনোয়ার কুলির কন্যা শান্তা আক্তার।
বিচারক মামলা আমলে নিয়ে চুনারুঘাট থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক স্পেশাল পিপি এডভোকেট আবুল মনসুর ও এপিপি মো. আতাউর রহমান।
মামলার বিবরণে জানা যায়, উল্লেখিত দুইজন মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ও প্রতারক। তারা বিভিন্ন দরিদ্র নারীদের বিদেশে চাকরির প্রলোভন দিয়ে পাচার করে থাকে। নিশু মিয়ার সাথে সুমনের পরিচয়ের সূত্র ধরে সুমন ও তার সহযোগী শান্তা প্রায়ই তাদের বাড়ি আসা যাওয়া করতো। একদিন নিশু মিয়াকে প্রস্তাব দেয় তার স্ত্রী লাভলী আক্তারকে বিদেশে পাঠালে মোটা অংকের টাকা বেতনে তার সংসারে দারিদ্রতা দূর হবে। এই আশ^াসে নিশু মিয়া তাদের প্রস্তাবে রাজি হয়। গত ৩ আগষ্ট সুমন ও শান্তা বিদেশে পাঠানোর কথা বলে লাভলীকে নিয়ে বাড়ি থেকে নিয়ে আসে। এরপর থেকে লাভলীর আর হদিস পাওয়া যায়নি। তার স্বামী দুই অবুঝ শিশু নিয়ে বিপাকে পড়েছেন।