Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দেখার যেনো কেউ নেই

স্টাফ রিপোর্টার ॥ দাপিয়ে দাপিয়ে বাড়ছে সবজি, ডিম ও পোল্ট্রি মুরগির দাম। নিত্য প্রয়োজনীয় সব্জি সাধারন মানুষের নাগালের বাইরে চলে গেছে। অভিযোগ রয়েছে, সিন্ডিকেট করে ব্যবসায়ীরা ক্রেতাদের বেকায়দায় ফেলে অতিরিক্ত দাম আদায় করছে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে অতিরিক্ত দামে সব্জি ও পোল্ট্রি মুরগি ক্রয় করতে হচ্ছে। শহরের সবচেয়ে বড় চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, কোর্ট স্টেশন বাজার, বগলা বাজারসহ বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ ২৫০-৩০০ টাকা কেজি, পোল্ট্রি মুরগি ১৮০-২০০ টাকা কেজি, পোল্ট্রি মুরগির ডিম ৫০ থেকে ৫৫ টাকা হালি, হাঁসের ডিম ৬০-৭০ টাকা, আলু, পটল, ঝিঙ্গা, কাকরুল, পেঁপে, চিচিঙ্গা, লাউ, বেগুন, কপি, বরবটি, মুলা ইত্যাদি সবজি কেজিতে ২০ থেকে ৪০ টাকা করে বাড়ছে। ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত দামে কিনে আনতে হয়। সে জন্য বেশি দামে বিক্রি করছি। ক্রেতারা জানান, যদি প্রশাসন বাজার মনিটরিং না করে তাহলে তারা ইচ্ছামাপিক দাম আদায় করবে। কাঁচামালের মূল্য তালিকা না থাকায় তারা এমনটা করছেন।