Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজে জাতীয় শোক দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ১৫ আগষ্ট লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ জাবেদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন। অনুষ্ঠানে শুরুতে কোরান তেলাওয়াত করেন স্নাতক ১ম বর্ষের ছাত্র মোঃ মইনুল তালাুকদার, গীতা পাঠ করেন তাপস কিশোর রায়। স্বাগত বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ মুজিবুল হক, প্রভাষক রাজীব কুমার আচার্য্য এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ কাইয়ূম আলী, প্রভাষক তাপস কিশোর রায়, প্রভাষক সৈয়দ মোঃ আফজাল, প্রভাষক মোঃ আলী আজম, প্রভাষক কৃষ্ণমোহন বণিক, প্রভাষক মোঃ সেলিম মিয়া, প্রভাষক অজয় কুমার দাস, প্রভাষক সুরঞ্জন চন্দ্র দেব, প্রভাষক মোঃ আলাউদ্দিন, প্রভাষক মোঃ নজরুল ইসলাম, অফিস সহকারী মোঃ হাফিজুর রহমান, হিসাব রক্ষক মোঃ আলমগীর চৌধুরী, শিক্ষার্থীদের পক্ষে আলেয়া আক্তার, মোঃ আশিকুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নাইম আহমেদ, মোঃ সালাম মোল্লা, মোঃ মিজানুর রহমান, বিশ্বজিৎ দেবনাথ, মোঃ মোবাশ্বির আহমেদ শুভ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন জাতির জনকের আদর্শে অনুপ্রাণীত হয়ে শিক্ষার গুনগতমান বৃদ্ধিসহ শিক্ষা বিস্তারে সকলকে মনোনীবেশ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ জাবেদ আলী বলেন, বাঙ্গালী জাতির অনুস্মরণীয় অনুকরণীয় ব্যক্তি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার কারণে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সফলে সার্বিক সহযোগিতা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমিটির নেতৃবৃন্দ, সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন লাইব্রেরীয়ান মোঃ কাউছার আহমেদ।