Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং নতুন দিনের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

বানিয়াচং প্রতিনিধি ॥ ‘মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে শিক্ষা ও সহযোগিতা বাড়াতে হবে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এসএমসি ও ইউএসএআইডি’র আর্থিক সহযোগীতায় রোববার (০৭ আগস্ট) সকাল ১০টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. মোঃ শাহনেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক কামরুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সীমান্তিক নতুনদিনের ম্যানেজার (ইউএস) কাজী ওয়াহিদা নাছরিন, সিএম শাহেনা আক্তার, জিএসএম ইমা আক্তার, কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডার রাজিয়া সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই, জন্মের পর থেকে ৬মাস বয়স পর্যন্ত মায়ের দুধই শিশুর একমাত্র খাবার। তাই শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করতে হবে।