Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাছুলিয়া ব্রিজের গোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া খোয়াই নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া মাছুলিয়া ব্রিজের পাশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন যেন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। ফলে ব্রিজটি হুমকির মুখে পড়েছে। ওই স্থান থেকে বালু উত্তোলন করে পাশেই উত্তর দিকে খোয়াই নদীর চরে স্তুপ করে রাখা হয়। আর সেখান থেকে ট্রাক ও ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এ অবস্থায় একদিকে যেমন নদী হারাচ্ছে গতিপথ, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এ ছাড়া হবিগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর বিভিন্ন অংশে অবৈধ ড্রেজার মেশিন বসিয়েও তোলা হয় বালু। চুনারুঘাট থেকে শুরু হয়ে হবিগঞ্জ সদর উপজেলা পর্যন্ত প্রায় শতাধিক পয়েন্ট থেকে এ বালু উত্তোলন করা হয়। এর মধ্যে মাছুলিয়া ব্রিজ, রামপুর, যশোরআব্দা, মশাজান, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, রামশ্রী-লাকুড়িপাড়া ও মুড়ারবন্দ মাজার এলাকাসহ প্রায় অর্ধশতাধিক স্পট উল্লেখযোগ্য।