Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাকাইলছেও ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণকাজ ৩ বছরেও সম্পন্ন হয়নি ॥ বিল উত্তোলন করে নিয়েছে ঠিকাদার

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে ইউনিয়ন ভূমি অফিসের নূতন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন না হলেও বিল উত্তোলন করে নিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব কোন ভবন নেই। ইউনিয়ন ভূমি অফিস প্রতিষ্টার পর থেকে ইউনিয়ন পরিষদের একটি আধাপাকা ঘরে কাজ করা হত। পরবর্তীতে ডাইক তৈরির পর কানাডিয়ান এনজিও সংস্থা কর্তৃক নির্মিত একটি আধাপাকা কমিউনিটি ঘরে স্থানান্তরিত করা হয়। বিগত ২০১৯ সনে কাকাইলছেও ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে ভূমি অফিসের নতুন ভবন নির্মাণে ৬৮ লক্ষ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কাজের দ্বায়িত্ব পায় হবিগঞ্জের ঠিকাদার এল আর সুমন। প্রধান ঠিকাদারের নিকট থেকে কাজ কিনে নেন স্থানীয় সাব ঠিকাদার অভিরাম দাস।
কাকাইলছেও মমচাঁন ভূঁইয়া দাখিল মাদ্রাসার অদূরে ডাইকে নব-নির্মিত ভবনের সীমানা প্রাচীর, বাথরুম, রং, টাইলস্ সহ বিভিন্ন ধরণের কাজ বাকি রেখে কাজের ইস্তফা দেন সাব ঠিকাদার অভিরাম দাস। দীর্ঘ ৩ বছর অতিবাহিত হলেও অদ্যাবধি ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবন সমঝিয়ে দেননি ওই ঠিকাদার। অপরদিকে দীর্ঘ ৩ বছরেও নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন না করে, সম্পূর্ণ বিল উত্তোলন করে নেন সাব ঠিকাদার অভিরাম দাস। ওই ভবনের নির্মাণকাজ কবে সম্পন্ন হবে বলতে পারছে না কেউ।