Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মন্ত্রীর আত্মীয়ের গাড়ীর ব্যাটারী চুরির অভিযোগে আটক ১

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি’র নিকট আত্নীয় মাতু মিয়ার গাড়ীর ব্যাটারী চুরির অভিযোগে মিজানুর রহমান ভুইয়া (৪২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে থানার এসআই সায়েদুর রহমান কৃষ্ণনগর এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের মৃত সমসু ভূইয়া।
মামলার অপর আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার বানেশ্বর গ্রামের মৃত হাজী আব্দুল কাদিরের ছেলে বিমান ও বেসামরিক পযর্টন প্রতিমন্ত্রীর নিকট আত্মীয় মাতু মিয়ার যাত্রীবাহী দিগন্ত পরিবহণের (চট্র মেট্রো- জ ০৮২৮) নামের বাসটি গত ১৯ জুলাই রাতে উপজেলা গেইটের পাশে রেখে চালক চলে যায়। পরদিন সকালে চালক দেখে গাড়ীর দরজা জানালা ভেঙ্গে কে বা কারা ২টি ব্যাটারী নিয়ে গেছে। খবর পেয়ে গাড়ি মালিক ঘটনাস্থলে আসলে মিজান ও উজ্জ্বল তার গাড়ীর ব্যাটারী বের করে দিবে কিন্তু বিনিময়ে তাদেরকে ১০০০ টাকা দিতে হবে। তাদের দাবিকৃত টাকা পরিশোধ করা হলেও মিজান ও উজ্জ্বল ব্যাটারী না দিয়ে উল্টো মাতু মিয়াকে হুমকি ধামকি দিতে থাকে। এ ব্যাপারে শুক্রবার মাতু বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। হৃদয় পাঠান উজ্জ্বল মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় গত বছরের ১৩ মার্চ উজ্জল পাঠানসহ গাড়ী চোরাই সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। গাড়ী চুরির অভিযোগে গত বছর ১৮ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিস্কার করে। গত ২৭ জুলাই ব্যহিস্কারদেশ প্রত্যাহারের করে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রত্যাহারের দুইদিন পরই তার বিরুদ্ধে গাড়ীর ব্যাটারী চুরির অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা সোহানুর রহমান সোহান বলেন- তার বহিস্কারদেশ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু সে এখন ছাত্রলীগের কেউ নয়। এ ব্যাপরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন- ব্যাটারী চুরির অভিযোগে মিজান নামের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক সায়েদুর রহমান বলেন-ব্যাটারী চুরির অভিযোগে মিজান নামের একজন আটক করা হয়েছে।