Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যানজটে নাখাল হবিগঞ্জ শহরবাসী

বরুন সিকদার ॥ যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে হবিগঞ্জ শহরবাসী। শহরের ব্যস্ততম সড়কগুলোতে যানজট শুধু নিত্য সঙ্গী হিসেবেই নয় চরম আকার ধারণ করছে। ছোট্ট এ শহরে প্রায় চার হাজার টমটম, প্রায় ৫ হাজার রিক্সা, মাত্রাতিরিক্ত পরিবহন, রিক্সা ও টমটমের অবৈধ পার্কিং, ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন অনিয়মের কারনে চৌধুরী বাজার, পুরাতন খোয়াই ব্রীজ রোড, কালিবাড়ি রোড, টাউন হল রোড, পুরাতন হাসপাতাল সড়ক হরহামেশাই যানজট লেগে থাকে। তাছাড়া ঈদকে সামনে রেখে জেলার বাইরের অনেক পরিবহন শহরে প্রবেশ করায় পরিস্থিতি নাজুক আকার ধারণ করেছে। ট্রাফিক বিভাগ ও পৌরসভা যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যানযটের কারনে শহরের রাস্তাঘাটে চলাচল করতে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ছাত্রছাত্রী স্কুল কলেজে যেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। চিকিৎসাস্থলে পৌঁছতে দীর্ঘ বিড়ম্বনায় পড়তে হয় রোগীর আত্মীয়দের। শুধু দিনের বেলা নয় রাতেও শহরে দেখা মিলছে যানজট। বিশেষ করে বাণিজ্যিক এলাকার শরীফ ষ্টোরের সামনে ও চৌধুরী বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে প্রতিদিনই একাধিক ভারি যান থেকে মালামাল লোড-আনলোড করা হয়। যে কারণে এসব পয়েন্টে যানজট এখন নিত্যনৈমত্তিক ব্যাপার। তাছাড়া চৌধুরী বাজার এলাকার বিভিন্ন আড়ৎদাড়ের দোকানের সমানের সড়কে দুপুরের পর থেকে ট্রান্সপোর্ট এর মালামাল ট্রাক হতে লোড-আনলোড হওয়ার কারনে এই এলাকা ঘন ঘন যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে কয়েকজন পৌর নাগরিক বলেন, অবৈধ টমটম ও রিক্সা যত্রতত্র পার্কিং বন্ধ করা প্রয়োজন।