Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষদের মাঝে সার বীজ বিতরণ

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশি আমন জাতের ধান বীজ জনপ্রতি ৫ কেজি ও ২০ কেজি সার, ১৮ শত কৃষকদের মাধ্যে বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১ টা উপজেলা পরিষদ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার বনি আমীন খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খানঁ এমপি। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, সীমা রানী সরকার, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা, যুবলীগের আহব্বায় বাবলু রায়, শ্রমিকলীগ সভাপতি জাহিদ হাসান জীবন, ছাত্রলীগের সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খাঁন বলেন, আমাদের বৃহত্তর সিলেটে অকাল বন্যায় কৃষকদের ব্যপক ক্ষতি সধিত হয়েছে, জননেত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাবার ও নগদ টাকা সহ এখন আমন ধান করার জন্য সার ও বীজ বিতরণ করছেন, প্রত্যেক কৃষক তাদের জমিতে ধান চাষ করার আহবান জানান।