Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সরকার বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কৌশল খোঁজছে-মাধবপুরে বিমান প্রতিমন্ত্রী

মাধবপুর প্রতিনিধি ॥ সরকার বেকার দারিদ্র্য নির্মূল করেছে। এখন সবার কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে আনা হয়েছে। তাদের দেওয়া হচ্ছে বিভিন্ন ভাতা। যাদের কোন ঘর বাড়ি নেই তাদের খোঁজে খোঁজে জমি সহ পাকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। নারী শিক্ষার অগ্রগতি সহ বিনিয়োগ ও পরিবেশ সুরক্ষায় সরকার কাজ করছে। কিন্তু কোভিড প্রভাবের কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও কিছু সংকট মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে।
চলমান বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সরকার বিভিন্ন কৌশল খোঁজছে। বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি রোববার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত চা জনগোষ্ঠীর বিভিন্ন অনুদান ও কৃষকদের মাঝে সার বীজ বিতরণ এবং মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহি অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, এএসপি মহসিন আল মুরাদ, মেয়র হাবিবুর রহমান, চেয়ারম্যান পারুল আহমেদ, চেয়ারম্যান আলা উদ্দিন, চেয়ারম্যান মিজানুর রহমান, চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান ও মিজানুর রহমান প্রমূখ।