Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। আর এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে কিশোর গ্যাং ও ড্যান্টিতে আসক্ত শিশুরা।
জানা যায়, বিট্রিশ আমলের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ জংশন। এ স্টেশন থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন প্রান্তে আন্তঃনগর ট্রেনসহ ১৫টি ট্রেন যাওয়া আসা করে। সন্ধ্যা এবং রাতে স্টেশনে আসার পর যাত্রী নামতে উঠার সময় স্বর্ণের চেইন, মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। এ ছাড়া ট্রেন ছাড়ার সময় স্টেশনের দুই পাশে একদল ছিনতাইকারী দাড়িয়ে থাকে। জানালা দিয়ে চেইন ও মোবাইল নিয়ে যায়। এরকম প্রতিনিয়তই ঘটছে। কিন্তু প্রশাসনের সদস্যরা এর কোনো ব্যবস্থা না নেওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদিও রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী টহলরত থাকে। কিন্তু অনেক সময় তাদের দেখা যায়, স্টেশনের পুলিশ বক্সে ঘুমিয়ে থাকে। কিশোর গ্যাং ও ড্যান্টি আসক্ত শিশুরা সন্ধ্যার পর থেকেই প্লাটফর্ম ও বিভিন্নস্থানে বসে মাদক সেবন করে।
সচেতন মহলের দাবি অচিরেই যদি এর বিহীত না করা হয় তা হলে কিছুদিন পর যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবে না। তারা ছিনতাইকারীদের হাতে জিম্মি হয়ে পড়বেন।