Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে রাজমিস্ত্রি মুকসুদ মিয়ার খুনের ঘটনায় মামলা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্কুল পড়–য়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে খুনের ঘটনায় মামলা হয়েছে। নিহত রাজমিস্ত্রী মুকসুদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বাদি হয়ে ফুরুককে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁওয়ের রাজমিস্ত্রী মুকসুদ মিয়ার মেয়ে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী গত শুক্রবার বিকেলে পাশের বাড়ির একটি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে একই গ্রামের ৩ সন্তানের জনক ফুরুক মিয়া তাকে উত্ত্যক্ত করে। এ ঘটনাটি স্কুল ছাত্রী তার পরিবারকে জানালে সন্ধ্যায় বাবা মুকসুদ মিয়া বিষয়টি ফুরুকের পরিবারকে জানান। এতে ফুরুক ক্ষিপ্ত হয়ে ইফতারের জন্য অপেক্ষারত মুকসুদের উপর অতর্কিত লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আত্মীয় স্বজনরা মুমূর্ষ অবস্থায় মুকসুদকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ পিপিএম রাতেই ওই গ্রামে অভিযান চালিয়ে ঘাতক ফুরুককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।