Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে প্রয়াত ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা কমাণ্ডার ফজলুর রহমান চৌধুরীর পরিবারের পক্ষে ৫ হাজার বন্যাদুর্গত মানুষকে খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার ॥ প্রয়াত ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা কমাণ্ডার ফজলুর রহমান চৌধুরীর পরিবারের পক্ষ থেকে আজমিরীগঞ্জ পৌরসভা ও ৫টি ইউনিয়নে ৫ হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ফজলুর রহমান চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র, জেলা আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ বন্যাদুর্গতদের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। গত ২৯ জুন থেকে সপ্তাহব্যাপী আজমিরীগঞ্জ পৌরসভা ও ৫টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ ব্যাপারে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ বলেন, আমার পিতা সবসময় বঞ্চিত-নিপীড়িত মানুষের পাশে ছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা এখন আমাদের পিতার কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছি। আমরা সবসময় আজমিরীগঞ্জ উপজেলার মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও সকল সংকটে পাশে থাকব।
সপ্তাহব্যাপী খাদ্য সহায়তা কার্যক্রমে অন্যান্যের মধ্যে অংশ নেন- আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক একেএম মাসুদ আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল মিয়া, কাকাইলছেও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লাল মিয়া, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজীউর রহমান, সাংগঠনিক সম্পাদক শিবলু মিয়া, শিবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একে আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, বদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হীরালাল দাস, সাধারণ সম্পাদক জয়দেব দাস, আজমিরীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমেদ বুলবুল, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ প্রমুখ। এছাড়াও আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এ কার্যক্রমে সহযোগিতা করেন।