Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলার সাবেক মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নবিগঞ্জ উপজেলার কুর্শিকার্প হ্যাচারী ও বানিয়াচং উপজেলার সাবেক মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। ৯২/২০২২ নং-মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেন হবিগঞ্জ পিবিআইকে তদন্ত করার আদেশ প্রদান করেন, ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সিলেট জেলা ও দায়রা জজ মো. আবুল কাশেম। গত ১৪ জুন মামলাটি দায়ের করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশন এর হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ। মামলায় উল্লেখ করা হয়, স্থানীয় ৮৯জন মৎস্যজীবি ও ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ২০২০ সালের ২৯ জানুয়ারী সকালে মৎস্য অধিদপ্তর ঢাকা থেকে মোহাম্মদ আলমের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে একটি তদন্ত দল আসে কুর্শির্কাপ হ্যাচারীতে। সে সময় সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদসহ কয়েকজন সাংবাদিক। ঐ সময় গাছ কাটা ও পুকুরের পোনা মাছ আছে কিনা তা পরিদর্শনের ভিডিও ফুটেজ তুলতে গেলে হ্যাচারী কর্মকর্তা আলম বাঁধা প্রদাণ ও উত্তেজিত হয়ে সাংবাদিকদের গাল মন্দ করে। পরে তথ্য আইনে তথ্য দিতে অপারগতা প্রকাশ ও সংবাদ প্রচার না করতে সরকার দলীয় নেতা ও স্থানীয় হলুদ সাংবাদিকদের দিয়ে অনুরোধ করায় আলম।
মামলার বাদী সাংবাদিক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ জানান, আলম দীর্ঘ নয় বছর নবিগঞ্জের কুর্শিকার্প হ্যাচারীতে কর্মরত ছিলেন। এর আগে তার অনিয়ম ও দূর্নীতর একাধিক সংবাদ জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০২০ সালে ২৮ ফেব্রুয়ারী মাছরাঙা টেলিভিশনে আলমের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার হলে সে বিভিন্ন সময় মোবাইল ফোন ও তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে আমাকে আক্রমণাত্নক ভীতি, মানহানিকর উক্তি ও আদালতে দেখা হবে বলে হুমকি প্রদাণ সাংবাদিকদের মানববন্ধন দায়িত্বহীন আচরণসহ নানা ধরনের পোস্ট প্রদাণ করে।
মামলাটি পরিচালনা করেন, হবিগঞ্জের অ্যডভোকেট প্রতীম গোপ, সিলেটের মারজিনা আমিন চৌধুরী ডায়না ও মো.মজিদুর রহমান। মামলায় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও সাধারন সম্পাদক রাশেদ আহমেদ খানসহ ১৩ জনকে সাক্ষী করা হয়।