Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে সাড়ে ৩ লাখ টাকার চোরাই গাছ আটক

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সাড়ে ৩ লাখ টাকার চোরাই গাছ আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের গাজীনগর গ্রামে অভিযান চালিয়ে মুল্যবান চামলসহ বিভিন্ন প্রজাতির ৮০ সিএফটি বৃক্ষ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাল্লা বিজিবি’র সুবেদার সামসুজ্জাহিরের নেতৃত্বে একদল জোয়ান ওই কাঠ আটক করে। আটক গাছের স্থানীয় মুল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এগুলো চুনারুঘাট টহল অফিসে জমা রাখা হয়েছে। বিজিবি জানায়, সকালে বিজিবি জোয়ানরা গাজীনগর গ্রামের ছানু মিয়া ও এর আশ-পাশের কয়েকটি বাড়ীতে অভিযান পরিচালনা করে রেমা সংরক্ষিত বন থেকে চুরি করে নিয়ে আসা গাছ আটক করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গাছ পাচারকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ওই এলাকার এনজিও ‘আইপ্যাক’র সহ ব্যবস্থাপনা কমিটির এক প্রভাবশালী সদস্যের সেল্টারে থেকে চোরেরা রেমা, কালেঙ্গাসহ অন্যান্য বন থেকে প্রতিনিয়ত গাছ চুরি করে পাচার করছে। ব্যবস্থাপনা কমিটির ওই সদস্যের ভয়ে বন বিভাগের লোকজন কোনঠাসা।