Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে দোকান ও ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে বিভিন্ন দোকান ও ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকারের সংরক্ষরণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় ওই বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে জাবি এন্ড আরিফ ফার্মেসীকে ৭ হাজার, খান মেডিকেল হলকে ৮ হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে জান্নাত স্টোরকে ২ হাজার টাকা, মিষ্টির প্যাকেটের ওজন বেশি ও মূল্য তালিকা না থাকা এবং দইয়ের বক্সে মেয়াদ না থাকায় লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার, একই অভিযোগে ভাই ভাই ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত সহযোগিতা করে র‌্যাব-৯ একটি দল। তবে স্থানীয়দের অভিযোগ ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান। দেবানন্দ সিনহা জানান, অভিযান নিয়মিত চলবে। কাউকে ছাড় দেয়া হবে না।