Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে দুর্ঘটনায় আহত ৪ ॥ আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ-দেউন্দি ক্রসরোড এলাকায় ট্রাকের ধাক্কায় টমটম চালকসহ ৪ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে জনতা আড়াই ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। আহতদের মধ্যে ২ জনকে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর এবং অপর ২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হবিগঞ্জ সদর উপজেলার কাজীগাঁও থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শায়েস্তাগঞ্জ শহরে আসছিল। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি ক্রস রোড এলাকায় পৌঁছলে দুই যাত্রী নেমে পড়েন। এর কিছুক্ষণের মধ্যে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক (নং-ঢাকা মেট্টো ট-১৬-০১৭৩) অটো রিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিকশার ৪ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হবিগঞ্জ সদর উপজেলার কাজীগাঁও গ্রামের মকবুল মিয়ার ছেলে জাহির মিয়া (৩৫) ও একই গ্রামের জঙ্গু মিয়ার ছেলে টমটম চালক শান্ত মিয়াকে (৩০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ছাড়া কাজীগাঁও গ্রামের মতি মিয়া (৭০) ও একই গ্রামের জিতু মিয়ার মেয়ে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর ছাত্রী মুন্নীকে (১৬) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চালক খোকন মিয়াকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করেছে জনতা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।