Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বন্যায় ৫৬ প্রাথমিক ও ২টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

মাধবপুর প্রতিনিধি ॥ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুরে সোনাই ও খাষ্টি নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি ঘটেছে। আন্দিউড়া, ছাতিয়াইন, আদাঐর, বাঘাসুরা, বুল্লা ইউনিয়ন ও মাধবপুর পৌরসভার নিম্নাঞ্চলের গ্রামের কয়েক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্য সংকট। উপজেলার ৫৬টি প্রাথমিক বিদ্যাল ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ও কাস রুমে পানি উঠে যাওয়ায় বন্ধ ঘোষনা করা হয়েছে। গ্রামের আঞ্চলিক সড়ক ও কাচা রাস্তা বন্যার পানিতে ডুবে গেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ত্রাণ সামগ্রী বিতরন ও চিকিৎসার জন্য ২৯টি আশ্রয় কেন্দ্র ও মেডিকেল টিম গঠন করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন জানান বন্যার পানি বিদ্যালয়ের মাঠ ও শ্রেনী কক্ষে উঠে যাওয়ায় আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয় ও বানেশ^র উচ্চ বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান জানান উপজেলার ৫৬টি বিদ্যালয়ের মাঠে ও কাস রুমে পানি উঠে যাওয়ায় বন্ধ ঘোষনা করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান- প্রায় ২ হাজার হেক্টর বোনা আমন, ২১৫০ হেক্টর আউস ও ২’শ হেক্টর শাকসবজি বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজলা মৎস কর্মকর্তা আবু আসাদ মোঃ ফরিদুর রহমান জানান- ১২২৫টি পুকুর বন্যায় পানিতে নিমজ্জিত হয়ে প্রায় পনে এক কোটি টাকার মাছ ভেসে গেছে।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১১টি ইউনিয়নে ২৯টি আশ্রয় কেন্দ্র ও মেডিকেল টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে লোকজন আশ্রয় নিয়েছে। তাদেরকে প্রাথমিক ভাবে শুকনো খাবার দেয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে ত্রান দেয়া শুরু হয়েছে।