Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে এক নারীকে উত্ত্যক্ত করার জের ॥ দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে এক নারীকে (২০) উত্ত্যক্তের জের ধরে দু’পরে সংঘর্ষে উভয়পরে অন্তত ৩০ জন আহত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দরিয়াপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সামসু (৪০), আবিদুর (৭), বিলাল (৩০), তাজুল (২৮), মুকসুদ (৩০), মামুন (১০), মিন্টু (৩০), আকল (৬০), গফুর (৬০), বাবুল (৪২), সামাদ (৫২), কাসুম (৩০) ও আব্দুল হক (৬০), ফরিদা বানু (২৫), জালাল মিয়া (১৮), আব্দল কাইয়ূম (২৭) সহ অন্তত ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়-সকালে দরিয়াপুর গ্রামের জয়নালের স্ত্রীকে উত্ত্যক্ত করেন একই গ্রামের লামা দরিয়াপুর পাড়ার আলাল (২৫) ও জালাল (২০)। এর জের ধরে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা, ফিকল ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মুরুব্বীদের সহযোগিতায় ও ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।