Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

টিএলসিসি’র সাথে হবিগঞ্জ পৌরসভার প্রাকবাজেট মতবিনিময় সভায় মেয়র আতাউর রহমান সেলিম ॥ পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনের হকার মার্কেটে নান্দনিক পার্ক হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যেটাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি, টিএলসিসি’র সদস্যদের সাথে প্রাক বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রাক বাজেট মতবিনিময় সভায় টিএলসিসি সদস্যবৃন্দ আগামী বাজেট সুন্দর ও বাস্তব সম্মত করতে নানা মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় পানি উন্নয়ন বোর্ডের সামনে বর্তমান হকার মার্কেটের স্থানে নান্দনিক শিশুপার্ক গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করা হয়। সে ক্ষেত্রে পুরো জমি জেলা প্রশাসনের সহযোগিতায় খালি করা হবে। হকার মার্কেটের ২১ জন ব্যবসায়ী যারা ইতিপূর্বে পৌরসভার তালিকাতে অন্তর্ভূক্ত ছিলেন তাদের শ্মশানঘাটের সামনে নতুন হকার মার্কেটে স্থানান্তরিত করা হবে। নজীর সুপার মার্কেটের সামনের ট্রাক ষ্ট্যান্ড ও উচ্ছেদ করা হবে বলে সিদ্ধান্ত হয়। অন্যদিকে টাউন মসজিদ রোডে চন্দ্রনাথ পুকুর পাড়ের বর্তমান দোকান কোঠাগুলোর স্থানে পরিবেশকর্মী ও পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে বাণিজ্যিক মার্কেট নির্মান করার প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও যে বিষয়গুলো আলোচনা হয় সেগুলোর মধ্যে রয়েছে রাজনগর বাইপাস সংলগ্ন রাজনগর কবরস্থান মসজিদ নান্দনিক করে গড়ে তোলা হবে। চাদের হাসির পিছনে প্রশস্ত রাস্তা নির্মাণ ও তিনকোনা পুকুরে শিশুদের সাতার কাটার জন্য ঘাটলা নির্মান করা হবে এবং অবৈধ দখলমুক্ত করা হবে। সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম আগামী অক্টোবর নাগাদ বাইপাসের আবর্জনা নতুন ডাম্পিং সাইটে অপসারন শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।
পৌরসভার কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ জাহির উদ্দিন, পান্না কুমার শীল, মোহাম্মদ জুনায়েদ মিয়া, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, মোঃ সফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান।
আলোচনায় অংশ নেন নগর সমন্বয় কমিটির সদস্য প্রফেসার ইকরামুল ওয়াদুদ, ডাঃ অসিত রঞ্জন দাস, মুকুল আচার্য্য, এডভোকেট গুলশান আরা ফেন্সী, মিজানুর রহমান শামীম, ফরিদ আহমেদ লস্কর, আব্দুর রাজ্জাক, এডভোকেট জেবুন্নেচ্ছা মুক্তা, আব্দুল মোতালিব মমরাজ, মেহেরুন্নেছা চৌধুরী মাজু, সৈয়দা হাবিবা আক্তার কুমকুম, রেবা চৌধুরী, আরব আলী, লুৎফুর রহমান নানু মিয়া,শান্তি রাণী দাস, মনীষ আচার্য্য ও কামাল মিয়া।