Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আমুরোড হাইস্কুল এন্ড কলেজের রাস্তা

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার অন্যতম বিদ্যাপীঠ আমুরোড হাইস্কুল এন্ড কলেজ। প্রায় ১২শ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে। যার এক তৃতীয়াংশ ছাত্রছাত্রী যাতায়াতের একমাত্র রাস্তা আমুরোড আমতলী সড়ক। সড়কটি ঢাকা-সিলেট প্রাক্তন মহাসড়ক আমতলী থেকে পরিত্যক্ত রেললাইন এর পাশ দিয়ে আমুরোড বাজারে আমু চা-বাগান রোডের সাথে মিশেছে। রাস্তাটি পাকাকরণ হয়েছে আরও কয়েক বছর আগেই। কিছু অংশ ইট সলিং। আমুরোড বাজার থেকে আমুরোড হাইস্কুল এন্ড কলেজ পর্যন্ত ইট সলিং। এর উত্তরে ১ কিলোমিটার পর্যস্ত কাঁচা। সাম্প্রতিক বৃষ্টি হলেই দেখা যায় আমুরোড বাজার থেকে বীর বিক্রম শহীদ আঃ খালেক স্মৃতি মঞ্চ পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তার পাশে আবর্জনার স্তুুপ খসে পড়ে রাস্তাকে শুধু কাদা মাখাই করছে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশও দুষণ করছে। এতে শিক্ষার্থীদের যাতায়াত সহ ইনাতাবাদ, রহমতাবাদ, বগাডুবি, শরীফপুর, কালিশিড়ী, হারাজুরা, কালামন্ডল, গোছাপাড়া গ্রামের কয়েক হাজার জনসাধারণের চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এই দুর্ভোগ থেকে বাঁচতে শিক্ষার্থী, শিক্ষক ও ভোক্তভোগী জনসাধারণ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।