Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর হাসপাতালে খাবার পানির তীব্র সংকট

Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জ সদর হাসপাতাল। নামেই শুধু আধুনিক। কিন্তু কাজের বেলা এর কোনো মিল নেই। যদিও ১শ থেকে আড়াইশ শয্যায় উন্নীত হয়েছে। কিন্তু সেবার মান বাড়েনি। যন্ত্রপাতিও রয়ে গেছে পুরোনো। গতকাল রবিবার দুপুর ২টা থেকে রাত ১২টায় এ রিপোর্ট লেখাকালে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পানি নেই। চরম ভোগান্তিতে পড়ছে রোগীরা। বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে বলার পরও এর কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে রোগী ও তার স্বজনদের অভিযোগ। ফলে অনেক রোগী ও তাদের স্বজনরা দূর থেকে জগ, বালতিসহ বিভিন্নভাবে পানি এনে ব্যবহার করছেন। পানি না থাকার ফলে হাসপাতালের দুর্গন্ধে পরিবেশ ভারী হয়ে উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও এর কোনো কারন জানা যায়নি। তবে বেশ কয়েকবার খবর নিয়ে জানা গেছে, পুরোনো পানির মেশিন না থাকায় তা বিকল হয়ে যায়। তাছাড়া অপারেটরকেও খোঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এ সমস্যা হয়েছে। তবে অচিরেই সমাধানের আশ^াস দেয়া হয়। গতকাল রাতে সরেজমিনে গিয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজের শিশু ও মেডিসিন ওয়ার্ডে দেখা যায় বাথরুম ও বেসিনের কোথাও পানি নেই। অনেকেই দুর্গন্ধে ওয়ার্ড থেকে বারান্দায় এসে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে তত্ত্বাবধায়ক আমিনুল সরকার জানান, বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।