Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাদা কাগজে স্বাক্ষর না দেওয়ায় সাংবাদিককে দারোগার হুমকি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সাদা কাগজে স্বাক্ষীর স্বাক্ষর না করায় এক সাংবাদিককে গ্রেফতারের হুমকি দিয়েছেন এক দারোগা। এনিয়ে পুলিশের সাথে ওই সাংবাদিকের বাকবিতন্ডা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন ও সেজুতি ধরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার এক পর্যায়ে সাইফুর রহমান টাউন হলে আল রাফি ফাষ্ট ফুডের দোকানে শিশুখাদ্য রাখায় ওই প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সদর থানার এসআই মুরাদ উপস্থিত এক সাংবাদিককে সাদা কাগজে স্বাক্ষী হিসেবে স্বাক্ষর দিতে বলে। লেখা ছাড়া সাদা কাগজে স্বাক্ষর দিতে অনিহা প্রকাশ করায় এসআই মুরাদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে স্বাক্ষর না দিলে ওই সাংবাদিককে গ্রেফতারের হুমকি দেয়। এ সময় এসআই ও সাংবাদিকে মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে চলে যান। বিষয়টি তাৎক্ষনিক জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার কামরুল আমিন ও সদর থানা ওসি নাজিম উদ্দিনকে অবগত করা হলে তারা মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।