Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রশিক্ষনপ্রাপ্ত ৪ জনকে মহিলা অধিদপ্তরের সেলাই মেশিন প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার যুব মহিলাদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী, তাদেরকে বাদ দিয়ে দেশের অগ্রগতি চিন্তাও করা যায় না। তাই বর্তমান সরকার মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষন, কুঠিরশিল্প, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষনসহ আরও নানাবিধ প্রশিক্ষনের মাধ্যমে অল্পশিক্ষায় শিক্ষিত মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেয়া হচ্ছে। গতকাল দুপুরে সংসদ সদস্যের বাসভবনে মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুনের উপস্থিতিতে প্রশিক্ষনপ্রাপ্ত ৪ জন যুব মহিলাদের হাতে ১টি করে সেলাই মেশিন তুলে দেন সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। এসময় আরও উপস্থিত ছিলেন লুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. আকরাম আলী।