Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের ॥ গ্রেফতার ৪

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত আলেক জামান খান আবু মিয়ার বড় ছেলে খলিলুর রহমান খান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। ইতিমধ্যে এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের বিথঙ্গল গ্রামের পশ্চিম হাটি এলাকার মজনু মিয়া, সাইদুল, নাঈম ও রাজু। গ্রেফতারকৃতদের গতকাল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার দুপুর ১টায় বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিথঙ্গল গ্রামের পশ্চিম হাটি এলাকায় বাড়ীর সীমানা নিয়ে আলেক জামান খান আবু মিয়ার সাথে সাইদুল গংদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরের দিকে আলেক জামান খান আবু মিয়া তার বাড়ীর সীমানায় বৈশাখী কাজ করতে যান তখন তিনি তার সীমানায় একটি বাঁশের খুটি দেখতে পান। এ ঘটনাকে কেন্দ্র করে সাইদুল গংদের সাথে তুমুল তর্ক বিতর্ক হয় আবু মিয়া গংদের। এ সময় প্রতিপক্ষ সাইদুলগংদের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আলেক জামান খান আবু। মুমুর্ষবস্থায় হাসপাতালে নেয়ার প্রস্তুতির সময় আলেক জামান খান আবু মিয়া মৃত্যুকোলে ঢলে পড়েন। ঘটনার পরপরই সেখানে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। এ বিষয়ে বানিয়াচং থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ কবির হোসেন’র সাথে আলাপকালে তিনি নিহত বৃদ্ধার ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।