Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উপজেলা ও পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করায় ॥ নিলাদ্রী টিটু, মোতাচ্ছিরুল ইসলাম, ইকবাল খান ও আবু তাহের-কে দলীয় পদ থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার ॥ ২০১৯ সনে অনুষ্ঠিত উপজেলা পরিষদ ও পৌর পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত ভঙ্গ করে প্রধানমন্ত্রী ও সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনিত নৌকা প্রতীকের বিরুদ্ধে হবিগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় হবিগঞ্জের ৪ নেতাকে আওয়ামী লীগের স্ব স্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং তাদের নির্দেশে তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে গতকাল শনিবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডঃ মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডঃ মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
অব্যাহিতপ্রাপ্ত ৪জন হলেন, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান এবং চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
একই সাথে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী শংকরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আংগুর মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তাদের নেতৃত্বে আসন্ন হবিগঞ্জ পৌর, চুনারুঘাট উপজেলা এবং বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৯ সনে বর্তমান উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীক চেয়ে আবেদন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম। কেন্দ্র থেকে মশিউর রহমান শামীমকে নৌকা বরাদ্ধ দেয়া হলে মোতাচ্ছিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতীদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলাম বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়া বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও সুবিদপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী নৌকা প্রতীকের জন্য আবেদন করেন। কেন্দ্র থেকে আবুল কাশেম চৌধুরীকে নৌকা প্রতীক বরাদ্ধ দিলে ইকবাল হোসেন খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতীদ্বন্দ্বিতা করে পরাজিত হন। একই ভাবে চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের ও জেলা আওয়ামলীগের সহ-সভাপতি আব্দুল কাদির লস্কর নৌকা প্রতীক চেয়ে আবেদন করেন। কেন্দ্র থেকে আব্দুল কাদির লস্করকে নৌকা প্রতীক বরাদ্ধ দিলে আবু তাহের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতীদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
এদিকে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ পদত্যাগ করলে ২০১৯ সনে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ কয়েকজন নৌকা প্রতীক বরাদ্ধ চেয়ে আবেদন করেন। কেন্দ্র থেকে মিজানুর রহমান মিজানকে নৌকা প্রতীক বরাদ্ধ দিলে অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতীদ্বন্দ্বিতা করে পরাজিত হন।