Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে জব্দকৃত তেল রাতের আধারে নিলাম ১০৩ টাকার তেল বিক্রি হয়েছে ১৫৪ টাকা কেজি

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে জব্দকৃত তেল রাতের আধারে ১০৩ টাকার তেল লিটার দরে বিক্রি হলের দিবালোকে তা বিক্রি হচ্ছে ১৫৪ টাকা কেজি দরে। কোন প্রচারনা ছাড়াই রাতের আধারে নিলাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার রাতে পাচারের সময় আজমিরীগঞ্জ উপজেলা সদরের লাল মিয়া বাজারে সুমন রায়ের গুদামে অভিযান চালিয়ে ৪ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম। এ সময় আটক করা হয় দুজনকে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত দুজনকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাৎক্ষণিক জব্দকৃত তেল ১০৩ টাকা লিটার দরে ৪ লাখ ৭৩ হাজার ৪শ টাকায় যুবলীগ নেতা কবির হোসেনের কাছে বিক্রি করেন উপজেলা সরকারি কমিশনার শফিকুল ইসলাম। এদিকে রাত পোহানোর পর করিব হোসেন ওই তেল ১৫৪ টাকা দরে বিক্রি করেন। রাতে আধারে নিলামকে কেন্দ্র করে এলাকার ব্যবসায়ীদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। লালমিয়া বাজারের ব্যবসায়ী সুলতান মিয়া জানান, এই নিলাম এর বিষয়ে আমরা জানি না। পরে শুনছি রাত ১ টার দিকে ঝড় তোফানের সময় দরজা বন্ধ করে নিলাম করে ১০৩ টাকা লিটার তেল বিক্রি করা হয়েছে। রাত পোহানোর পর ১০৩ টাকার তেল এখন আমরা ১৫৪ টাকায় কিনতে হচ্ছে। শ্রমিক সুজাত মিয়া বলেন এক রাতের ব্যবধানে ১০৩ টাকার তেল আমরা ১৫৪ টাকায় কিনতে হচ্ছে। কেন রাতে নিলাম করা হল তা বলতে পারি না। এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম জানান, যেহেতু তেলের মালিক পাওয়া যায়নি তাই নিলাম করা হয়। নিলামে ৯ জন অংশ গ্রহন করেছেন। ভ্যাট সহ চার লাখ তেয়াত্তর হাজার চারশত টাকায় কবির মিয়াকে তেল বুঝিযে দেওয়া হয়েছে। বোতলের গায়েরর মূল্যে বিক্রি করার কথা বলা হয়েছে। বাজারের ব্যবসায়ীরা নিলাম এর বিষয়ে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন তৎকালীন সময় যারা উপস্থিত ছিল তাদের মধ্যেই নিলাম করা হইছে। এ সময় আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী এ সময় উপস্থিত ছিলেন।