Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রমজান মাসে দ্রব্য মূল্য স্থিতিশীল রেখে সফলতার পরিচয় দিয়েছে সরকার

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, পবিত্র রমজান মাস আসলেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্য বাড়িয়ে দিয়ে নিজেরা অধিক মুনাফা লাভ করে জন দুর্ভোগ তৈরি করে। বর্তমান সরকারের কঠোর নজরদারীতে এই সিন্ডিকেট এবার সুবিধা করতে পারেনি। ফলে রমজান মাসে দ্রব্যমূল্য জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। সামনে ঈদ এই ঈদেও যাতে দরিদ্র লোকজন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিকে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীদেরকে সজাগ থাকতে আহ্বান জানান তিনি। পৌর আওয়ামীলীগের কর্মকান্ডকে আরও গতিশীল করার আহ্বান জানান।
বাংলাদেশ আওয়ামীলীগ হবিগঞ্জ পৌর শাখার উদ্দ্যেগে গতকাল মঙ্গলবার বায়তুল আমান জামে মসজিদের নিচতলায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতায় হবিগঞ্জ- ২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, আওয়ামীলীগ জনগনের দল। এই দল ও সরকারকে আন্দোলনের হুমকি দিয়ে কোন লাভ হবে না। রমজানের পর কেন্দ্রীয় আওয়ামীলীগের ঘোষিত কর্মসূচি সফল করার মাধ্যমে ২০ দলীয় জোটের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, এডঃ সিরাজুল হক চৌধুরী, এডঃ আবুল ফজল, আলমগীর চৌধুরী, আব্দুর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, এডঃ সালেহ আহমেদ, এডঃ লুৎফুর রহমান তালুকদার, মশিউর রহমান শামীম, মর্ত্তুজ আলী, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, এডঃ সুলতান মাহমুদ, হুমায়ুন কবির রেজা, যুক্তরাজ্য যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, আবু সালেহ মোঃ শিবলী, আব্দুল কদ্দুছ, হিরাজ মিয়া, স্বপন লাল বণিক, শংখ শুভ্র রায়, মিজানুর রহমান মিজান, শেখ মোঃ মামুন, চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, নাবিউর রহমান, সৈয়দ শফিউল আলম মিলন, আব্দুল মালেক, কুলদ্বীপ দাস রাজু, শফিকুজ্জামান হিরাজ, মনসুর উদ্দিন কুটি, আব্দুল মালেক, মীর আলম কাওসার, ফজলে রাব্বি রাসেল, শফিউল্লাহ, ইসতিয়াক রাজ, আব্দুল মুকিত, ওবায়দুর রহমান তরু, মোফাচ্ছির রায়হান মুফতিসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওর্য়াডের সভাপতি সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ।