Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

Exif_JPEG_420

প্রেস বিজ্ঞপ্তি ॥ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও দেশের লক্ষ কোটি টাকা লুটপাট করে বাহিরে পাচারকারীদের নামের তালিকা দেশের মানুষের সামনে প্রকাশ করা এবং তাদের দৃষ্টান্তমুলক শাস্তি ও পাচারকৃত টাকা ফেরত আনার দাবীতে স্থানীয় আরডি হলের সামনে গতকাল ১৭ মে মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচী পালন করে হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি সিপিবি। বক্তব্য রাখেন- সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা কমিটির নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান প্রমুখ। উপস্থিত ছিলেন- মোঃ আহাদ মিয়া, বিষ্ণু সরকার, অবিনাস সরকার, মোঃ জাহাঙ্গীর আলম, রনজন রায়, মোঃ ফরিদ মিয়া, আব্দুল আজিজ মিশু।
সভায় বক্তাগণ বলেন- দুঃশাসন, দুর্নীতি লুটপাটে দেশ আজ নিমজ্জিত। সরকার নিত্যপণ্যের দাম কমানোর ব্যবস্থা না করে মজুদদার ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরী করে যারা মানুষকে চরম দুর্ভোগে ফেলে দিল তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে না। দেশে সরকার আছে বলে মনে হয় না। দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় রাষ্ট্রের বিভিন্ন সংস্থা বড় বড় পদ পদবী কর্মকর্তা এবং সরকার দলীয় নেতারা কি করেন নাকি তারা লুটপাটকারীদের সাথে অংশীদার, এই প্রশ্ন জনমণে দেখা দিয়েছে। তাই ঘরে বসে না থেকে দেশ এবং দেশের মানুষকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে লড়াই সংগ্রামে শামিল হওয়ার আহবান জানান।