Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আশ্রমের নামে বরাদ্দকৃত ১ টন গম আত্মসাতের চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শ্রীরাম কৃষ্ণ আশ্রমের নামে বরাদ্দকৃত ১ টন গম আত্মসাতের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা দৃষ্টি আকর্ষন করেছেন আশ্রম কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ননী গোপাল নাথ।
নবীগঞ্জ শ্রীরাম কৃষ্ণ আশ্রমের উন্নয়নে নবীগঞ্জ উপজেলা পরিষদ থেকে ১ টন গম বরাদ্দ দেয়া হয়। উক্ত বরাদ্দকৃত গম আশ্রম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অজ্ঞাতে রেখে কমিটির সদস্য প্রমথ চক্রবর্তী বেনু, অশোক তরু দাস ও প্রজেশ রায় ব্যক্তিগত ভাবে অপর আরো দুজন গোপেশ দাস ও মৃদুল রায়কে দিয়ে ৫ সদস্য বিশিষ্ট ভূয়া প্রজেক্ট কমিটি সাজিয়ে আশ্রমের বরাদ্দকৃত গম ৪/৫ দিন পূর্বে উত্তোলন করেন। যা অসৎ উদ্দেশ্যে আজও আশ্রম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়নি। গম উত্তোলনের বিষয়টি পরে তারা খোজ নিয়ে এর সত্যতা পান। পরে তারা বিষয়টি নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করেন।