Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের পুকড়া হাওরে বি হাইব্রিড-৫ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট উদ্ভাবিত বি হাইব্রিড-৫ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার পুকড়া হাওরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক অফিসের বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিত দাশ, এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। পরে ধান কেটে প্রতি বিঘায় ৩২ মন ধান উৎপাদন পাওয়া গিয়েছে। উল্লেখ্য, এ বছর বোরো মৌসুমে খরার প্রভাব, ব্যাপক পোকার আক্রমণ, ভেজাল বীজ ইত্যাদি কারণে হাওরাঞ্চলে ফলন খুবই কম হয়েছে। বিশেষ করে ব্রি-ধান ২৮, ব্রি ধান ২৯, বাজারের হাইব্রিড হিরা, জনকরাজ, নাফকো ইত্যাদি চাষ করে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্থ হয়েছেন। এরই মাঝে স্থানীয় এনজিও এসেড হবিগঞ্জ কর্তৃক জাপানী সহায়তায় বাস্তবায়িত “ক্লাইমেট চেঞ্জ এ্যাডাপটিভ এগ্রিকালচার এক্সপান্সন ইন হাওর এরিয়া“ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত ব্রি হাইব্রিড ধান ৫ জাতের ধানের বীজ কৃষকদের সরবরাহ করা হয়েছিল। কৃষকরা এই জাতের ধানের ফলনে খুবই খুশি। চলতি বুরে‌্যা মৌসুমে এই জাতের ধানের ফলন দেখে আশপাশের কৃষকরা আগামী বছর বীজ সরবরাহের অনুরোধ জানিয়েছেন।