Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঘর হস্তান্তর অনুষ্ঠানে এমপি আবু জাহির দেশের জনগণের মুখের হাসি পছন্দ করেন শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশে একজন মানুষও যেন ভূমিহীন না থাকে সেই লক্ষ্যে মুজিববর্ষে গৃহ ও ভূমিহীনদের ঘরবাড়ি উপহার দেয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের মুখের হাসি তিনি খুব পছন্দ করেন। এজন্য সকল শ্রেণি পেশার মানুষকে নানাধরণের প্রণোদনা অব্যাহত রেখেছেন।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ঈদ উপহার হিসেবে গতকাল ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারকে একটি ঘর দেওয়ার অংশ হিসেবে হবিগঞ্জ সদর উপজেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে জমির দলিলসহ ঘরগুলো হন্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি সূচনা বক্তব্য শেষে সদর উপজেলার ৩৫টি উপকারভোগী পরিবারের হাতে ঘরের কাগজপত্র ও চাবি হস্তান্তর করেন এমপি আবু জাহির। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্মার শান্তি কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য অন্তর খোলে দোয়া-আশির্বাদ করতে সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন আরাফাত রানা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোত্তালিব, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুসহ শহীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।